ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমী, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সিলেবাস অনুযায়ী লোকজ,উচ্চাঙ্গ,নজরুল,রবীন্দ্র,নৃত্য অভিনয়,আবৃত্তি ও বিভিন্ন বাদ্যযন্ত্র ৪ বছর মেয়াদি প্রশিক্ষন প্রদান করা হয়ে থাকে। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান,লোকজ সাংস্কৃতিক মেলা, ও নাট্য উৎসবের আয়োজন করে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনকে প্রয়োজনীয় সহায়তা প্রদান।সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের অনুমোদন সাপেক্ষে স্থানীয় দুঃস্থ শিল্পীদের আজীবন অর্থ সহায়তা প্রদান।মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জিবীত করার লক্ষে নতুন প্রজন্মের কাছে স্বাধীন বাংলা বেতারের সংগীত সমূহের চর্চায় আগ্রহী করে তোলা,এবং বিভিন্ন জাতীয় দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়ে থাকে।
ক)সাংস্কৃতিকমন্ত্রনালয়েরনির্দেশানুযায়ীফরিদপুরজেলারবিভিন্নঅঞ্চলেরঅসহায়ওদুস্থশিল্পীদেরআবেদনপত্রযাচাইবাছাইপূর্বকভাতাপ্রাপ্তিরব্যবস্থাকরা।
খ) দরিদ্রওমেধাবীপ্রশিক্ষনার্থীরবিনাবেতনেপ্রশিক্ষনেরব্যবস্থাগ্রহনকরা।
গ) সরকারী বিভিন্ন জাতীয় দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS