ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমী, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সিলেবাস অনুযায়ী লোকজ,উচ্চাঙ্গ,নজরুল,রবীন্দ্র,নৃত্য অভিনয়,আবৃত্তি ও বিভিন্ন বাদ্যযন্ত্র ৪ বছর মেয়াদি প্রশিক্ষন প্রদান করা হয়ে থাকে। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান,লোকজ সাংস্কৃতিক মেলা, ও নাট্য উৎসবের আয়োজন করে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনকে প্রয়োজনীয় সহায়তা প্রদান। সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের অনুমোদন সাপেক্ষে স্থানীয় দুঃস্থ শিল্পীদের আজীবন অর্থ সহায়তা প্রদান। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জিবীত করার লক্ষে নতুন প্রজন্মের কাছে স্বাধীন বাংলা বেতারের সংগীত সমূহের চর্চায় আগ্রহী করে তোলা,এবং বিভিন্ন জাতীয় দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়ে থাকে।
ক)সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের নির্দেশানুযায়ী ফরিদপুর জেলার বিভিন্ন অঞ্চলের অসহায় ও দুস্থশিল্পীদের আবেদনপত্র যাচাই-বাছাই পূর্বক ভাতাপ্রাপ্তির ব্যবস্থা করা।
খ) দরিদ্র ও মেধাবী প্রশিক্ষনার্থীর বিনাবেতনে প্রশিক্ষনের ব্যবস্থা গ্রহন করা।
গ) সরকারী বিভিন্ন জাতীয় দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস